মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

তিন সচিবের বিরুদ্ধে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

শিশু আইনের অস্পষ্টতার বিষয়ে যথাসময়ে আদালতে ব্যাখ্যা দাখিল না করার অভিযোগে তিন সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। ওই তিন সচিব হলেন আইন সচিব, একই মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও ড্রাফটিং বিভাগের সচিব এবং সমাজকল্যাণ সচিব। রুলে আদালত অবমাননার অভিযোগে ওই তিন সচিবের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এর কারণ জানতে চাওয়া হয়েছে। তিন সপ্তাহের মধ্যে ওই তিন সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। তিন সচিবের পক্ষে শুনানি করেন আইনজীবী মোজাম্মেল হক এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির। এর আগে ১৪ আগস্ট শিশু আইনের মামলায় প্রাপ্তবয়স্কদের বিচার নিয়ে অস্পষ্টতার বিষয়ে হাইকোর্ট ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তারা ব্যাখ্যা দাখিল না করায় আদালত রুল জারি করেন।

সম্প্রতি শিশু ধর্ষণ ও হত্যার অভিযোগে ঢাকা, কক্সবাজার ও রংপুরের চারটি মামলায় প্রাপ্তবয়স্ক চার আসামি হাইকোর্টে জামিনের আবেদন করেন। পরে তাদের জামিন নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। পাশাপাশি সংশ্লিষ্ট বিচারকদের কাছে আলাদাভাবে ব্যাখ্যা চাওয়া হয়। হাইকোর্টের নির্দেশনা অনুসারে চার বিচারক লিখিতভাবে ব্যাখ্যা দাখিল করেন। আসামিদের জামিন প্রশ্নে রুলও শুনানির জন্য আসে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক সালেহ উদ্দিন আহমদ তার ব্যাখ্যায় বলেন, ১৯৭৪ সালের দি চিলড্রেন অ্যাক্ট অনুযায়ী, যেসব মামলায় ভিকটিম শিশু, সেসব মামলা বিচারের জন্য কিশোর আদালতে পাঠানোর আবশ্যকতা ছিল না। যেসব মামলায় আসামিও শিশু, কেবল সেসব মামলায় অভিযোগ আমলে নেওয়ার পর মামলাটি বিচারের জন্য কিশোর আদালতে পাঠানো হতো। কিন্তু ২০১৩ সালের শিশু আইনের ১৭(১) ধারায় এ বিষয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে।

সর্বশেষ খবর