শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
চট্টগ্রামের বাজার দর

শীতের সবজিতে উত্তাপ কমছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কাঁচাবাজারে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় মূল্যে উত্তাপ কমছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে নানা ধরনের সবজির দাম প্রতি কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে।

নগরের কাজির দেউড়ি, রিয়াজুদ্দিন বাজার, বহদ্দারহাট ও কর্ণফুলী বাজারে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া গেছে। তবে মাছ, মুরগির দাম আগের মতোই আছে। বিক্রেতারা জানান, বাজারে এখন শীতকালীন নানা সবজি আসছে। তাই দাম কমছে। ক্রমান্বয়ে আরও কমবে। বহদ্দারহাটের ক্রেতা ফাহিম শাহরিয়ার তানিম বলেন, বাজারে শীতকালীন  সবজি আসায় দাম কমছে ঠিকই, তবে আগের বছরের এই সময়ে দাম আরও কম ছিল। খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে গত সপ্তাহে প্রতি কেজি ফুলকপির দাম ছিল ৭০-৮০ টাকা, গতকাল তা বিক্রি হয়েছে ৪০-৫০ টাকায়। একইভাবে দাম কমে প্রতিকেজি বেগুন বিক্রি হয় ৪৫-৫০, বাঁধা কপি ৩০-৪০, টমেটো ৫০-৬০, বরবটি ৫০, মিষ্টি কুমড়া ৩০, পেঁপে ৩০, শসা ৬০, মুলা ২৫-৩০, দেশি আলু ৫০-৬০, কাঁচা মরিচ ৫০-৬০ এবং করলা ৫০-৬৫ টাকায়। বাজারে মাছের মূল্য কমেনি। গতকাল প্রতি কেজি ইলিশ বিক্রি হয় ৬০০-৯০০, রূপচাঁদা ৪৫০-৬৫০, লইট্টা ৮০-১২০, কোরাল ৩৫০-৪২০, চিংড়ি ৩৫০-৭০০, রুই ১৫০-২৮০, তেলাপিয়া ১২০-১৮০, কাতলা ২০০-৩০০, পাঙ্গাস ১২০ -১৫০, মোলা ২২০-৩০০, টেংরা ২৮০-৪০০ এবং কৈ ২৩০-২৭০ টাকায়।

সর্বশেষ খবর