শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
স্বাস্থ্য প্রতিদিন

মুখ গহ্বরের ক্যান্সার ও করণীয়

মুখ গহ্বরের ক্যান্সার ও করণীয়

মুখ গহ্বরের ক্যান্সার পৃথিবীর অন্য অঞ্চলের চেয়ে আমাদের এ উপমহাদেশে বেশি। অভ্যাসগত কারণে প্রতিবছর হাজার হাজার মানুষ এ রোগে আক্রান্ত হয়ে নানা জটিলতার মধ্যে পড়ে, এমনকি মারা যায়। অথচ একটু সচেতনতা মানুষকে এ রোগ থেকে দূরে রাখতে পারে। এ রোগের প্রধান কারণসমূহ : ধূমপান, পান-সুপারি, তামাক, জর্দা মুখের ভিতরে দীর্ঘদিনের ঘাত, এবং রক্তস্বল্পতার কারণে সৃষ্ট পামার ভিশন সিনড্রম। একজন সাধারণ মানুষ অপেক্ষা একজন ধূমপায়ী বা মদপানকারীর ৬ গুণ বেশি ঝুঁকি থাকে।

লক্ষণসমূহ : সাধারণত প্রাথমিক অবস্থায় এ রোগের তেমন কোনো লক্ষণ প্রকাশ পায় না, তবে পরবর্তীতে শরীরের দূরবর্তী স্থানে দাঁড়িয়ে পড়ে মৃত্যু ঘটায়।

রোগ নির্ণয় : মুখ গহব্বরের ভিতরে কোনো সন্দেহজনক ঘাত বা গোটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাইটোলজি বা মাংস টুকরা কেটে হিসটোলজিক্যাল পরীক্ষা, ক্ষেত্রবিশেষে সিটি স্ক্যান ও অন্যান্য পরীক্ষা করা হয়।

চিকিৎসা : প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় সম্ভব হলে আক্রান্ত স্থান অপারেশনের মাধ্যমে কেটে পুনর্গঠনের মাধ্যমে সম্পূর্ণ নিরাময় সম্ভব, তবে রোগ নির্ণয় দেরি হলে চিকিৎসা পদ্ধতি অপেক্ষাকৃত জটিল, সে ক্ষেত্রে অপারেশন ছাড়াও রেডিওথেরাপি, এবং কেমোথেরাপির প্রয়োজন হয়।

করণীয় : যেসব অভ্যাসের কারণে এ রোগ হয় সেসব অভ্যাস ত্যাগ করা, দাঁতের ক্ষতি বা বিকৃতির কারণে মুখ ক্ষাত হলে চিকিৎসা করা, মুখ গহব্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পুষ্টিকর খাবার খাওয়া।

অধ্যাপক ডা. মণিলাল আইচ লিটু

বিভাগীয় প্রধান, ইএনটি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ।

সর্বশেষ খবর