শিরোনাম
শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

হবিগঞ্জের পাহাড়-টিলা সংরক্ষণে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ জেলার সব পাহাড় ও টিলা সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে (এসপি) নির্দেশ দিয়েছে হাই কোর্ট। বিষয়টি তাদের নিয়মিত তদারকি করতেও বলা হয়েছে। একটি রিট আবেদনের শুনানি শেষে গতকাল বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

একই সঙ্গে ওই জেলার নবীগঞ্জ উপজেলার দিনারপুরে পাহাড় ও টিলা কাটা অবৈধ ঘোষণা করা হয়েছে। ২০১৫ সালের ২২ আগস্ট ‘পাহাড় কাটা থামছে না’ শিরোনামে একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এ রিট আবেদন করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রিটের প্রাথমিক শুনানি শেষে ওই বছরের ১৪ ডিসেম্বর নবীগঞ্জ উপজেলার দিনারপুরে অবাধে পাহাড় ও টিলা কাটার ওপর স্থিতাবস্থা ও রুল জারি করে হাই কোর্ট। রুলের শুনানি শেষে গতকাল রায় দেয় আদালত।

সর্বশেষ খবর