সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

যে পাহাড়ের মানুষকে নিয়ে দেশ স্বাধীন করেছি আজ সেই মানুষ নেই

বঙ্গবীর কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘যে পাহাড়ের মানুষকে নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম আজ সেই পাহাড়ের মানুষ নেই। আজকে পাহাড়ের পোলারা মেয়েদের শাড়ি পরে, চুরি পরে, এই রকম মানুষ আছে। সেই মানুষ নেই। থাকলে কী কইরা ফালু চান্দের মাজারে আইসা কেউ বলতে পারে এখানে মেলা হবে না। পাগলরা মেলায় কারও কোনো অন্যায় কাজ করছে? প্রশাসনের উচিত পুলিশ দিয়া সহায়তা করা।’ শনিবার রাতে টাঙ্গাইলের সখীপুরে মাসব্যাপী ফাইলা পাগলার মেলায় এসে মাজার জিয়ারত করে কাদের সিদ্দিকী বীরউত্তম এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহসভাপতি আবদুল হালিম সরকার লাল, সাধারণ সম্পাদক হাসমত আলী, সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আতোয়ার রহমান, সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীম, ছাত্র আন্দোলনের সভাপতি আজাদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর