সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শহীদ এম মনসুর আলীর আজ জন্ম শতবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

শহীদ এম মনসুর আলীর আজ জন্ম শতবার্ষিকী

প্রখ্যাত রাজনীতিক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারে অর্থমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন বিশ্বস্ত সহচর ও ’৭৫-র ৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগারে ঘাতকের বুলেটে নিহত জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর জন্ম শতবার্ষিকী আজ। ১৯১৭ সালের ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের প্রত্যন্ত কুড়িপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ১৯৭০ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য এবং ১৯৭১ সালে মুজিবনগরে প্রতিষ্ঠিত প্রবাসী সরকারের অর্থমন্ত্রীসহ মুক্তিযুদ্ধ পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে প্রধানমন্ত্রীসহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। দিনটি উদযাপনে সিরাজগঞ্জের কাজিপুরে দুদিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। আজ সকালে কাজিপুরে শহীদ এম মনসুর আলী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বৃত্তি প্রদান এবং বিকালে সোনামুখী বাজারে শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৭ জানুয়ারি বিকাল ২ টায় গান্ধাইল হাইস্কুল মাঠে গণসমাবেশ ও কুড়িপাড়ায় শহীদ এম মনসুর আলীর স্মৃতিবিজড়িত ভিটে-বাড়ি পরিদর্শনের আয়োজন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর