সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জিয়ার ৮১তম জন্মদিনে ৩ দিনের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে তিন দিনের দলীয় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

গতকাল এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— ১৯ জানুয়ারি সকাল ১০টায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দের জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও মোনাজাত। তার আগের দিন ১৮ জানুয়ারি রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আলোচনা সভা।

দিবসটি উপলক্ষে দলের অন্য সংগঠনগুলোর পোস্টার বিতরণ এবং আলোচনা সভাসহ তাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন। ২১ জানুয়ারি স্বেচ্ছাসেবক দল এবং ২২ জানুয়ারি যুবদল তাদের কর্মসূচি পালন করবে বলে জানান রিজভী আহমেদ।

আর এ গণির জন্য দোয়া : বিএনপি স্থায়ী কমিটির সদস্য মরহুম ড. আর এ গণির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করেছে আর এ গণি স্মৃতি সংসদ। গতকাল দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, রিজভী আহমেদসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর