শিরোনাম
বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রামপাল চুক্তি বাতিলের দাবিতে অর্ধদিবস হরতাল আজ

নিজস্ব প্রতিবেদক

রামপাল চুক্তি বাতিলের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির অর্ধদিবস হরতাল আজ। সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত আহূত এ হরতাল সফল করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতা-কর্মীরা। হরতাল উপলক্ষে গতকাল রাজধানীর বিভিন্ন স্থানে প্রচারণা চালান তারা। গতকাল গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবনবিনাশী সব চুক্তি বাতিল ও বিদ্যুৎ গ্যাস সমস্যা সমাধানে ঢাকা মহানগরীতে এ হরতাল চলবে। জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ ও সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ গতকাল এক বিবৃতিতে বলেন, সুন্দরবনবিনাশী রামপাল প্রকল্প বাতিলসহ বিদ্যুৎ ও গ্যাস সমাধানে আমরা নানা কর্মসূচি পালন করলেও সরকার এটি বাতিল করছে না। বরং উল্টো সুন্দরবনের জন্য ক্ষতিকর নানা তত্পরতা চালাচ্ছে। তাই বাধ্য হয়ে হরতাল কর্মসূচি দিয়েছি। আরও বলা হয়, এ হরতাল অন্য হরতালের থেকে আলাদা। অন্য হরতাল ধ্বংসের হরতাল। ক্ষমতা দখলের হরতাল। আমাদের হরতাল ক্ষমতা দখলের নয়, সুন্দরবন রক্ষার। জ্বালাও-পোড়াও নয়, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই হরতাল পালিত হবে।

সর্বশেষ খবর