বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
বঙ্গবন্ধু সম্পর্কে আপত্তিকর মন্তব্য

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ

আদালত প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ এ আদেশ দেন। এর আগে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বাদী হয়ে মামলা করেন। পরে বাদীর জবানবন্দি গ্রহণ করে আদালত রাজধানীর শাহবাগ থানা পুলিশকে তদন্ত করে ২২ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়।

এ মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা চাননি। তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব। জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ায় এ দেশের জনগণ যুদ্ধে নেমেছিল।’

সর্বশেষ খবর