বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আট অর্থনৈতিক অঞ্চলে গ্যাস দেবে তিতাস

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) আওতায় আমান, আকিজ, আরিশা, বে, মেঘনা, সোনারগাঁও অর্থনৈতিক অঞ্চল ও মেঘনা ইন্ডাস্ট্রিয়াল অর্থনৈতিক অঞ্চলে গ্যাস সংযোগ দেবে তিতাস। এ লক্ষ্যে বেজা ও তিতাসের সঙ্গে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলসমূহের ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল দুপুরে রাজধানীর একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ সচিব নাজিম উদ্দিন চৌধুরী, বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ড. আহমদ কায়কাউস, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইসতিয়াক আহমদ, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মোহাম্মদ ফয়জুল্লাহ প্রমুখ। সভা সঞ্চালনা করেন বেজার নির্বাহী বোর্ডের সচিব (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আইয়ুব।  

পবন চৌধুরী বলেন, এক কোটি লোকের কর্মসংস্থান এবং প্রতি বছর অতিরিক্ত ৪০ বিলিয়ন ইউএস ডলার রপ্তানির লক্ষ্যে বেজা কাজ করে যাচ্ছে।

সর্বশেষ খবর