শিরোনাম
বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
মৃতের বিরুদ্ধে অভিযোগ গঠন

ময়মনসিংহের এসপিকে ট্রাইব্যুনালে তলব

নিজস্ব প্রতিবেদক

মৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে ব্যাখ্যা চেয়ে ময়মনসিংহের পুলিশ সুপারকে ১২ জানুয়ারি তলব করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ছাড়া পুলিশের মহাপরিদর্শককে এ ঘটনায় ওইদিন লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গতকাল বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। এ সময় ট্রাইব্যুনালে ছিলেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত ও ঋষিকেশ সাহা। জানা গেছে, পলাতক থাকা অবস্থায় গত বছরের ৭ মে ময়মনসিংহের ওয়াজ উদ্দিনের মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি প্রসিকিউশনের অগোচরে ছিল। ১১ ডিসেম্বর তাকে পলাতক দেখিয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রিয়াজ উদ্দিন ফকিরের সঙ্গে ওয়াজ উদ্দিনের বিরুদ্ধেও অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। তার পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবীও নিয়োগ দেওয়া হয়। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ১১ জানুয়ারি ময়মনসিংহ জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) এসপিকে ওয়াজ উদ্দিনের মৃত্যুর বিষয়ে রিপোর্ট দেন। এসপি ওইদিনই তা ট্রাইব্যুনালে পাঠান।

 ১২ জানুয়ারি সেই রিপোর্ট ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলে ট্রাইব্যুনাল অসন্তোষ প্রকাশ করে। গতকাল প্রসিকিউশন থেকে ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করা হয়। একই সঙ্গে সঠিক তথ্যের অভাবে মৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন হওয়ার ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন করা হয়।

সর্বশেষ খবর