বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মিতু হত্যায় ভোলার জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় গ্রেফতারকৃত এহতেশামুল হক ভোলার জামিন নামঞ্জুর করেছে আদালত। গতকাল চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এ আদেশ দেন। মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, গ্রেফতারের পর ভোলাকে মিতু হত্যা মামলায় দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই মামলায় ভোলা জামিন চেয়েছিলেন।

আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছে।

জানা যায়, গত বছরের ২৭ জুন পুলিশ ভোলাকে গ্রেফতার করেছিল। পরদিন আদালতের নির্দেশে ভোলাকে মিতু হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। ভোলার স্বীকারোক্তি মতে মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়েছিল মনির নামে এক রিকশাচালকের জিম্মা থেকে। ওই অস্ত্র উদ্ধারের ঘটনায় ভোলা ও মনিরের বিরুদ্ধে বাকলিয়া থানায় অস্ত্র আইনে দায়ের হওয়া একটি মামলার বিচার চলমান।

প্রসঙ্গত, গত ৫ জুন নগরীর জিইসি মোড় এলাকায় গুলি ও ছুরিকাঘাতে নিহত হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় মিতুর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার অজ্ঞাত পরিচয় তিন ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন। 

 

সর্বশেষ খবর