বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বাউবির এসএসসিতে পাসের হার ৭১ ভাগ

গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) অধীনে ২০১৫ সালের এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফল ও চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৭০ দশমিক ৭২ ভাগ। এবার বাউবির এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের পরীক্ষায় ৮৩ হাজার ২৬৬ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ২য় বর্ষের ৪২ হাজার ২১১ শিক্ষার্থী রয়েছে। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে ২৯ হাজার ৮৫১ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। এর মধ্যে ২৬ জন এ-প্লাস, ৪ হাজার ৭৯৮ জন এ, ৯ হাজার ৯৭ জন এ মাইনাস, ৮ হাজার ৮৬১ জন ‘বি’, ৬ হাজার ৭৮২ জন ‘সি’ এবং ২৮৭ জন শিক্ষার্থী ‘ডি’ পেয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৬ হাজার ১৫৪ জন ছাত্র ও ১৩ হাজার ৬৯৭জন ছাত্রী।

সর্বশেষ খবর