বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধ

সাতক্ষীরার খালেকসহ চারজনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আবদুল খালেক মণ্ডলসহ চারজনের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গতকাল রাজধানীর ধানমণ্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে মানবতাবিরোধী অপরাধের মামলার ৪৭তম এ তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান। মামলার চার আসামির মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর গ্রামের খালেক মণ্ডল ওরফে জল্লাদ খালেককে গ্রেফতারের পর তিনি কারাগারে আটক রয়েছেন।

 বাকি পলাতক তিনজনহলেন একই উপজেলার বুলারআটি গ্রামের এম আবদুল্লাহ আল বাকি, দক্ষিণ পলাশপোল গ্রামের খান রোকনুজ্জামান ও বৈকাবি গ্রামের জহিরুল ইসলাম ওরফে টেক্কা খান। এই আসামিদের বিরুদ্ধে একাত্তরে  হত্যা, আটক, শারিরীক নির্যাতন ও ধর্ষণের সাতটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

সর্বশেষ খবর