বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভূমিতে বর্ধিত কর আদায়ে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে ভূমির ওপর আরোপিত বর্ধিত হারে কর আদায়ে এক বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে হাই কোর্ট। একটি সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আবেদনের পক্ষের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, ২০১৫ সালের ৩০ জুন ভূমি মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে কর বৃদ্ধি করে। এই বর্ধিত কর সরকার নিতে পারবে না। তবে এর আগে যে হারে কর নেওয়া হতো তা নিতে বাধা নেই। তিনি বলেন, জমির খাজনা আদায়ের জন্য ১৯৫০ সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন করে তৎকালীন সরকার। দেশ স্বাধীনের পর খাজনার পরিবর্তে কর আদায়ের জন্য ১৯৭৬ সালে ভূমি কর অধ্যাদেশ নামে একটি আইন করা হয়। তখন থেকে খাজনার পরিবর্তে ভূমি কর আদায় করা হচ্ছে, যদিও এটা গ্রামাঞ্চলে এখনো খাজনা হিসেবেই পরিচিত।.

সর্বশেষ খবর