বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দুই বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেয়াদে উপাচার্য ও উপ-উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় মেয়াদে অধ্যাপক ড. হারুন-অর-রশিদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যাপক ড. শাহিনুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল এ তথ্য জানান। মন্ত্রী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আগামী চার বছরের জন্য রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছেন। জানা গেছে, ১৯৭৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা পেশা শুরু করেন হারুন-অর-রশিদ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যোগ দেন। ৩৭ বছরের শিক্ষকতা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির জেনারেল সেক্রেটারিসহ নানান গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে ছিলেন তিনি। ড. শাহিনুর রহমান খুলনা, ইসলামী, জগন্নাথ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যাপনা করেছেন। তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বোর্ডের বিশেষজ্ঞ সদস্য এবং পাবলিক সার্ভিস কমিশনে ক্যাডার নিয়োগ বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ খবর