শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ইসলাম মাতৃভাষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে

--------- পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, ইসলামই মাতৃভাষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। মহান আল্লাহতায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেন ‘আমি প্রত্যেক রসুলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি’। অপরদিকে মহানবী (সা.) বলেছেন ‘আমি আরবের শ্রেষ্ঠ বিশুদ্ধভাষী’। গতকাল বরিশালের চরমোনাই মাদ্রাসায় এক সভায় তিনি এ কথা বলেন। আগামী ২৪, ২৫, ২৬ ফেব্রুয়ারি চরমোনাইর বার্ষিক মাহফিল সফলের জন্য দেশের ইমানদার জনতার প্রতি আহ্বান জানিয়ে পীর চরমোনাই বলেন, জনগণ তাদের সব অস্তিত্ব দিয়ে বাংলাভাষা বিকৃতির অনৈতিক পরিবেশের পীড়ন অনুভব করছেন। তিনি বলেন, বাংলা ভাষা থেকে আরবি, ফার্সি, তুর্কি প্রভৃতি মুসলমানি শব্দ বাদ দেওয়ার যে চক্রান্ত চলছে, তাতে জনগণ উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত।

তিনি বলেন, ভাষা আন্দোলনের ইতিহাসের গৌরবের কথা শুধু বর্ণনা করে আত্মতৃপ্তি পাওয়ার সুযোগ নেই বরং বাংলাভাষার মর্যাদা রক্ষার জন্য আন্দোলনের যে নজির রয়েছে, সেই আদর্শ গ্রহণের মধ্যেই ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রকৃষ্ট উপায়।

সর্বশেষ খবর