শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রাজনীতির বলি পানি ও নদী

——— ড. আবদুর রাজ্জাক

নিজস্ব প্রতিবেদক

‘পানির কোনো সীমানা বা রাজনীতি নেই। এক জায়গা থেকে আরেক জায়গায় যায় প্রাকৃতিকভাবে। কিন্তু আমাদের রাজনীতির কারণে পানি ও নদী তার নিজস্ব অধিকার হারিয়ে এ সমস্যা গভীর ও জটিল হচ্ছে।’ গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নদী সুরক্ষা যাত্রা ২০১৭’ বিষয়ক এক আঞ্চলিক অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আবদুর রাজ্জাক এ কথা বলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাকশন এইড বাংলাদেশের ম্যানেজার শমসের আলী। বক্তব্য দেন সংসদ সদস্য নাজমুল হক প্রধান, অ্যাকশন এইড বাংলাদেশ নেপালের প্রোগ্রাম অফিসার শিবা পোখারেল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এস আই খান, বাংলাদেশ নদী কমিশনের চেয়ারম্যান আতাহারুল ইসলাম। সঞ্চালনা করেন অ্যাকশন এইড বাংলাদেশের ডিরেক্টর আসগর আলী সাবরী। আবদুর রাজ্জাক আরও বলেন, ভারতের সরকার কোনো কোনো ক্ষেত্রে পানিচুক্তির বিষয়ে উদ্যোগী হতে চায়। তবে পশ্চিমবঙ্গ ও আঞ্চলিক রাজনীতির কারণে তা তারা করছে না।নাজমুল হক প্রধান বলেন, ‘আগে ধারণা ছিল নদীর কোনো অবসর নেই। তবে এখন দেখা যায় নদীও অবসরে যাচ্ছে এবং তা আমাদের কারণেই।এ বিষয়টি শুধু আমাদের একার নয়। সমস্যার রাজনৈতিক সমাধান প্রয়োজন।’অনুষ্ঠানে তিন দেশের ওয়াটার কমন্স ফোরামের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু দাবি তুলে ধরা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর