রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

২৮ ফেব্রুয়ারির হরতালে বিএনপির সমর্থন

ঠাকুরগাঁও প্রতিনিধি

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সিপিবি ও বামমোর্চার ডাকা হরতালে বিএনপি সমর্থন দিয়েছে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্যাসের পর বিদ্যুতের দাম বাড়ানো হলে মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়াবে। এতে দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে, ক্ষতিগ্রস্ত হবে দেশ। গতকাল ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর ইক্ষুখামারে জেলা ইজতেমার মোনাজাতে অংশ নেওয়ার আগে এ কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় বেড়েছে, দ্রব্যমূল বেড়েছে কিন্তু আয় বাড়েনি। তিনি বলেন, সরকারের একটির পর একটি সিদ্ধান্তের কারণে মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়ছে। তাই ২৮ ফেব্রুয়ারির হরতালে বিএনপি সমর্থন দিচ্ছে। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, পৌর মেয়র মির্জা ফয়সল আমিনসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর