রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এক ইউএনওর প্রমোদ নিয়ে পাবনায় সমালোচনার ঝড়

পাবনা প্রতিনিধি

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন বাদ দিয়ে জামায়াত নেতাকে নিয়ে প্রমোদ ভ্রমণে দিন কাটালেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভ্রমণের ছবি দেখে সমালোচনার ঝড় উঠেছে পাবনায়। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সুধীসমাজ, সাংস্কৃতিক কর্মী ও মুক্তিযোদ্ধারা। জানা গেছে, আটঘরিয়া উপজেলা প্রশাসন শহীদ দিবস ঢিলেঢালাভাবে পালন করে। ওই দিন উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা পাকশীতে বনভোজন আর প্রমোদ আড্ডায় মেতে ছিলেন— নেতৃত্বে ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুজ্জামান। আমন্ত্রিত অতিথি হিসেবে তার সঙ্গে ছিলেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির (ভারপ্রাপ্ত আমির) ও উপজেলা চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান। আনন্দ ফুর্তির সেসব ছবি পরদিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। জানা যায়, পিকনিকে যেতে হবে তাই রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ছাড়া আর কোনো কর্মসূচি পালন করে না উপজেলা প্রশাসন। পরে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে গঠিত কমিটি উপজেলা প্রশাসনের নামে কর্মসূচিগুলো দায়সারাভাবে শেষ করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর