রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

খুলনায় বিদেশি পাখির মেলা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

অস্ট্রেলিয়া, আমেরিকা ও আফ্রিকার আমাজান অঞ্চলের ২৬ প্রজাতির পাখি নিয়ে শিল্পনগরী খুলনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বিদেশি পোষা পাখির প্রদর্শনী। গতকাল শনিবার দুই দিনব্যাপী মেলার শেষ দিনে খাঁচায় বন্দী লাল-নীল-হলুদ রঙের পাখি দেখতে ভিড় জমিয়েছেন অসংখ্য পাখিপ্রেমী। পাখির কিচিরমিচির ডাকে সারাক্ষণ মেলাজুড়ে ছিল গহিন বনের আমেজ। খুলনা এভিকালচার বার্ড ব্রিডার্স সোসাইটি এই পাখি প্রদর্শনীর আয়োজন করে। সংগঠনের সভাপতি সাব্বির আহমেদ মুন্না জানান, মেলায় লাভ বার্ড, কোকাটেইল, বাজরিগার, রোজিলা, গোল্ডিয়ানা ফিন্সসহ বিভিন্ন প্রজাতির পাখি আনা হয়েছে। নানান প্রজাতির পাখির কোনোটার লেজ লম্বা, কোনোটার মাথায় ঝুটি, কোনোটার সুঁচালো ঠোঁট। পাখি দেখে মুগ্ধ হয়েছেন পাখিপ্রেমীরা। আয়োজকরা জানান, পাখি পুষে শখের পাশাপাশি অর্থনৈতিকভাবেও লাভবান হওয়া যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর