রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
সিটি নির্বাচন

কুমিল্লায় বিএনপির প্রার্থী সাক্কু

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থী হিসেবে মনিরুল হক সাক্কুকে মনোনয়ন দিয়েছে বিএনপি। আগেরবার দলীয় সমর্থন নিয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম মেয়র হয়েছিলেন এই বিএনপি নেতা।

গত রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থী হতে আগ্রহীদের সাক্ষাৎকার নেওয়ার পর খালেদা জিয়া সাক্কুকে প্রার্থী মনোনীত করেন বলে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানান। তিনি বলেন, ‘ম্যাডাম সম্ভাব?্য প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার পর সাক্কুকে পুনরায় দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন।’

সূত্র জানায়, এই সাক্ষাৎকারের সময় খালেদা জিয়ার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন। উল্লেখ্য, ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনে এবারই প্রথম দলীয় প্রতীকে ভোট হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর