শিরোনাম
বুধবার, ১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

গণপূর্তমন্ত্রীকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা। শিগগির দাবির পক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ড এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন বলে জানান নেতারা। জানা যায়, মুক্তিযুদ্ধের সময় তখনকার একজন তরুণ প্রাদেশিক পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে মিরসরাই শুভপুর ব্রিজে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে বীরত্বের স্বাক্ষর রাখেন।

চট্টগ্রামের কালুরঘাট ট্রান্সমিশন কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা প্রচারে অন্য সংগঠকদের সঙ্গে ইঞ্জিনিয়ার মোশাররফও অগ্রণী ভূমিকা পালন করেন।

সর্বশেষ খবর