Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ১০ মার্চ, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ১০ মার্চ, ২০১৭ ০২:৩০

জিএসপি নিয়ে যুক্তরাষ্ট্র আগের অবস্থানে : বার্নিকাট

সাভার প্রতিনিধি

জিএসপি নিয়ে যুক্তরাষ্ট্র আগের অবস্থানে : বার্নিকাট

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের (জিএসপি) বিষয়ে দেশটি এখনো পূর্বের অবস্থানেই রয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। গতকাল বিকালে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ডে আওয়াজ ফাউন্ডেশনের কার্যালয়ে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মার্কিন রাষ্ট্রদূত বলেন, জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্সেসের (জিএসপি) জন্য যে শর্তগুলো বেঁধে দেওয়া হয়েছিল সেগুলো পূরণ করতে হবে। সেগুলো প্রতিপালনে সরকারকে আরও দৃঢ়ভাবে এগিয়ে আসতে হবে। তবে মূল কাজটা কিন্তু শিল্প মালিকদেরই। বার্নিকাট বলেন, তিনি নিজেও চান বাংলাদেশ এই সুবিধাভুক্ত দেশ হোক। তবে সে জন্য আরও উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন তিনি। টেকসই তৈরি পোশাক শিল্পের শ্রমিক মজুরি, তাদের সন্তানদের কল্যাণসহ নানা বিষয়ে যুক্তরাষ্ট্র সচেতন যোগ করেন তিনি। সংবাদ সম্মেলন শেষে শ্রমিক আন্দোলনের ঘটনায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক গ্রেফতার ও শ্রমিক নেতাদের গ্রেফতারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক নেত্রী নাজমা রহমান ও কল্পনা আক্তার, বিজিএমইএর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আরও অনেকে।


আপনার মন্তব্য