abcdefg
news || Bangladesh Pratidin

শিরোনাম
গাড়ির চালক ছেলে আরোহী রাষ্ট্রপতি গাড়ির চালক ছেলে আরোহী রাষ্ট্রপতি

নিজের এলাকায় এই প্রথম গাড়িতে চড়ে বিভিন্ন উন্নয়ন কাজ ঘুরে দেখলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ গাড়ির চালক ছিলেন তার ছেলে স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মেদ তৌফিক। জানা গেছে, হাওর বেষ্টিত কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় গাড়ি চলাচলের রাস্তা না থাকায় রাষ্ট্রপতির সফরের সময় ইজিবাইকের ব্যবস্থা করা হতো। এলাকায় রাষ্ট্রপতি যতবারই গেছেন, সব সময় রিকশা অথবা ইজিবাইকই ছিল তার বাহন। গত মঙ্গলবারও অষ্টগ্রামে ব্যাটারিচালিত রিকশায় ঘোরেন রাষ্ট্রপতি। গতকালই তিনি প্রথমবারের মতো গাড়িতে চড়েন। রাষ্ট্রপতিকে নিয়ে সাদা রঙের টয়োটা এসইউভিটি চালান তার ছেলে রেজওয়ান আহাম্মেদ তৌফিক।

সর্বশেষ খবর