রবিবার, ১৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

পরলোকে কোকোর শ্বশুর হাসান রেজা

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর শ্বশুর স্থপতি এমএইচ হাসান রেজা (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল দুপুর ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা  চৌধুরী। পৃথক  শোকবাণীতে তারা  শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

রাতে হাসান রেজার লাশ নিয়ে যাওয়া হয় খালেদা জিয়ার গুলশানের বাসায়। কিছুক্ষণ সেখানে থাকার পর নিয়ে যাওয়া হয় ইউনাইটেড হাসপাতালের হিমঘরে।

গত ১৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসান রেজাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ডিআইটির প্রকৌশলী এম এইচ হাসান রেজা স্ত্রী, এক মেয়ে, দুই   ছেলে রেখে গেছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন তিনি। যুক্তরাজ্যে অবস্থানরত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি দেশে ফিরছেন। আজ দাফন হতে পারে।

দুপুরে কোকোর শ্বশুরের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু, আবদুল আওয়াল মিন্টু, বিকল্পধারা বাংলাদেশের মাহী বি চৌধুরী, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ছাত্রদল সভাপতি রাজীব আহসানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতা মোরতাজুল করিম বাদরু, শাহাদত হোসেন চৌধুরীসহ মরহুমের নিকট আত্মীয়স্বজন।

প্রথম জানাজা : গতকাল বাদ জোহর স্থপতি প্রয়াত এম এইচ হাসান রেজার প্রথম জানাজা ইউনাইটেড হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হয়। বাদ জোহর অনুষ্ঠিত এ জানাজায় বিএনপি নেতা-কর্মী ও তার আত্মীয়স্বজন অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর