শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

১২ সাংগঠনিক জেলায় যুবদলের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটি ঘোষণার তিন মাস পর ১২টি জেলা ইউনিটে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে যুবদলের কেন্দ্রীয় দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ১৭ জানুয়ারি সাইফুল আলম নিরবকে সভাপতি ও সুলতান সালাউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সংগঠনকে আন্দোলনমুখী করার লক্ষ্যে নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাংগঠনিক জেলাসমূহের পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ১২ সাংগঠনিক জেলায় যুবদলের নতুন (আংশিক) পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন করেছে। যুবদলের নবগঠিত কমিটিগুলোর মধ্যে রংপুর জেলায় সভাপতি নাজমুল আলম নাজু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জেমস, রংপুর মহানগরে সভাপতি মাহফুজ উন-নবী ডন, সাধারণ সম্পাদক লিটন পারভেজ, রাজশাহী জেলায় সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত, কুড়িগ্রামে সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, শরীয়তপুরে সভাপতি আরিফুজ্জামান মোল্লা, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, কুমিল্লায় (দক্ষিণ) সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, কুমিল্লা মহানগরীতে সভাপতি উলফাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, বরিশালে (দক্ষিণ) সভাপতি পারভেজ আকন বিপ্লব, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন, বরিশাল মহানগরীতে সভাপতি আক্তারুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মামুন, খুলনা মহানগরীতে সভাপতি মাহাবুবুল হাসান পিয়ারু, সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাগর, খুলনায় সভাপতি মোহাম্মদ শামিম কবির, সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েত এবং রাজশাহী মহানগরে আবুল কালাম আজাদ সুইটকে সভাপতি এবং মাহাফুজুর রহমান রিটনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

যুবদল কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নবনির্বাচিত জেলা নেতাদের অভিনন্দন জানিয়েছেন।

সর্বশেষ খবর