শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

হাওরে বন্যা ঘিরে ধান্দাবাজদের ঠেকান

—ড. খলীকুজ্জমান

নিজস্ব প্রতিবেদক

পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেছেন, বন্যাদুর্গত হাওর অঞ্চলে এখন বিভিন্ন ধরনের ধান্দাবাজ বেরিয়েছে। এ জন্য তাদের দৌরাত্ম্য ঠেকাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল পিকেএসএফ ভবনে এক আলোচনা সভায় তিনি এ অনুরোধ জানান। কাজী খলীকুজ্জমান বলেন, হাওরে বন্যায় ফসল নষ্টের পর দুর্গত এলাকায় ‘চালসহ অনেক পণ্যের দাম বাড়ানোর’ কথা জানিয়েছে ধান্দাবাজরা। সেখানে ‘আরেক ধরনের ধান্দাবাজ বেরিয়েছে। তারা ধান্দা করে। এদের নিয়ন্ত্রণ করতে হবে। সুনামগঞ্জের হাওরে ছোট ধান্দাবাজ, বড় ধান্দাবাজ রয়েছে। এরা সুযোগের সন্ধানী। কারও ভালো-মন্দ বিবেচনার সুযোগ নেই। নিজেদের স্বার্থ হলেই হলো তাদের। এদের নিয়ন্ত্রণে আনতে হবে।’ অনুষ্ঠানে আইএনএমের ডিপ্লোমা ইন মাইক্রোফিন্যান্সের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ ব্যাচের ৫৪ জনের হাতে সনদ তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বক্তব্য দেন আইএনএমের নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে মুজেরী ও পরিচালক সাব্বির আহমেদ চৌধুরী।

সর্বশেষ খবর