সোমবার, ১২ জুন, ২০১৭ ০০:০০ টা
আগামী নির্বাচন

ইউএনডিপির কাছে কারিগরি সহযোগিতা চাইল ইসি

নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউএনডিপির কাছে দশ ধরনের কারিগরি সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে গতকাল দুপুর ২টা ১০ মিনিট থেকে ঘণ্টাব্যাপী বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়। বৈঠক শেষে ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের কাছে ১০ ধরনের কারিগরি সহযোগিতা চাওয়া হয়েছে। তারা আমাদের কোন ধরনের সহযোগিতা করবে— তা জুলাই মাসের শেষের দিকে চূড়ান্ত করবে। যে ১০টি কারিগরি সহযোগিতা চাওয়া হয়েছে তার মধ্যে রয়েছে, ১ কোটি ১৮ লাখ নাগরিকের হাতে এনআইডি দেওয়া, আগামী ৫ বছর যারা ভোটার হবেন তাদেরকে এনআইডি দেওয়া, ইভিএম দেওয়া, ভোটারদের সচেতনতার জন্য ভোটার এডুকেশন করানো, নির্বাচনে ব্যবহারের জন্য অটো সিল যাতে বার বার তাতে কালি ব্যবহার করতে না হয় সে ব্যবস্থা করা, স্মার্ট গোপন ভোট কক্ষ করা, স্মার্ট অমোচনীয় কালি দেওয়া, ট্রেনিং ম্যানুয়াল-কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান ইত্যাদি। সহযোগিতা করার ক্ষেত্রে তাদের কোনো শর্ত আছে কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, কোনো শর্ত দিয়ে কারও কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা নেওয়া হবে না। সহযোগিতা নিঃশর্তভাবে নেওয়া হবে। ‘অনেকে বলছে বিদেশি কূটনীতিকরা কমিশনকে চাপ দিচ্ছে’ এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোনো চাপ নেই। নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান। অনেকে কমিশনের সঙ্গে দেখা করছে, কমিশন এতে মনে করছে আমাদের গ্রহণযোগ্যতা বাড়ছে। এটা রুটিন ওয়ার্ক। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বে ছিলেন ইসির সদস্যরা। আর ইউএনডিপির তিন সদস্যের মধ্যে কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি, ডেপুটি ডিরেক্টর কিওকো ইউকোসুকো ও অ্যাডভাইজর ডেমোক্রেটিক গভর্নেন্স শিলা তাসনিম হক উপস্থিত ছিলেন। এছাড়াও বৈঠকে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর এই প্রথম সিইসি ও সচিব ছাড়াও কূটনৈতিকদের সঙ্গে বৈঠকে কমিশনাররা অংশ নিলেন।

সর্বশেষ খবর