সোমবার, ১২ জুন, ২০১৭ ০০:০০ টা

ধর্ম নিয়ে কটূক্তি করা উচিত নয় : এরশাদ

নিজস্ব প্রতিবেদক

ধর্মকে নিয়ে কটূক্তি না করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, আমাদের দেশে ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়। বলা হয়, মূর্তি সরালে মসজিদ সরাতে হবে। এটা সমীচীন নয়। ধর্মকে নিয়ে কটূক্তি করা উচিত নয়। গতকাল রাজধানীর একটি হোটেলে ওলামা-মাশায়েখদের সম্মানে জাতীয় ওলামা পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় ওলামা পার্টির সভাপতি কারি হাবিবুল্লাহ বেলালীর সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, ইসলামী মহাজোটের সভাপতি আবু নাসের ওয়াহিদ ফারুক, বিএনএ চেয়ারম্যান সেকেন্দার আলী মনি, জাপা কেন্দ্রীয় নেতা ফয়সল চিশতী, হাজী সাইফুদ্দিন আহমদ মিলন, সৈয়দ দিদার বখত, রেজাউল ইসলাম ভূইয়া, আলমগীর শিকদার লোটন ও মুশফিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ওলামা পার্টির এস এম জোবায়ের। ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এরশাদ বলেন, দেশে অনেক ইসলামিক দল আছে। আমাদের মধ্যে অনৈক্য আছে। ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ থাকলে ইসলাম শক্তিশালী হতে পারত। আসুন আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই, ইসলামের জন্য ঐক্যবদ্ধ হই। তিনি বলেন, আমি ইসলামী দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলাম। এখনো আহ্বান জানাব, ইসলামের খেদমত করতে আমরা ঐক্যবদ্ধ হই, একসঙ্গে হাত মেলাই। ইসলাম আজ বিপদগ্রস্ত। দেশে পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে পরিবর্তন দরকার। দেশে যেদিন পরিবর্তন আসবে, সেদিন সুদিন আসবে।

সর্বশেষ খবর