সোমবার, ১২ জুন, ২০১৭ ০০:০০ টা
আদালতে স্বীকারোক্তি

ইয়াবার বিনিময়ে কিনে মেশিনগান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকসামগ্রী উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত পাঁচজনের মধ্যে শরীফ নামে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে জানিয়েছেন, তিনি ২০০ ইয়াবার বিনিময়ে মেশিনগান কিনেছিলেন। সেটিই পুলিশ তার কাছ থেকে উদ্ধার করেছে। গতকাল নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীন এ জবানবন্দি রেকর্ড করেন। শরীফ রূপগঞ্জের বাগলা গ্রামের মৃত মোসলেহ উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, মাদক উদ্ধারে গিয়ে পুলিশ শরীফের বাড়ি থেকে একটি মেশিনগান উদ্ধার করে। সেই সূত্র ধরেই খাল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। শরীফ মূলত মাদক ব্যবসায়ী ও সেবনকারী। জবানবন্দিতে শরীফ দাবি করেছেন, দুইশ পিস ইয়াবার বিনিময়ে অপর এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে তিনি মেশিনগানটি কিনে রেখেছিলেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম জানান, ৭ দিনের রিমান্ড শেষে শরীফকে আদালতে হাজির করা হয়। এসময় শরীফ স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। 

সর্বশেষ খবর