মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

শিক্ষকদের ‘তালা ঝোলানো’র হুমকি

নিজস্ব প্রতিবেদক

আগামী ৩১ আগস্টের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা না হলে সেপ্টেম্বর মাসে তালা ঝোলানোর মতো কর্মসূচিসহ নানা কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে সংগঠনটির চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, আগস্টের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ না হলে সেপ্টেম্বর মাসে তালা ঝোলানোর মতো কর্মসূচি দেওয়া হবে। অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের টাকা শিক্ষকদের প্রকৃত প্রতিনিধিদের সঙ্গে আলোচনা না করে কর্তন করা অযৌক্তিক, অমানবিক। তিনি এই টাকা কেটে নেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানান।

 মানববন্ধনে সভাপতিত্ব করেন শাহাদাৎ হোসেন এবং বক্তব্য রাখেন জাকির হোসেন, অধ্যাপক আলমগীর হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর