মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বিচারপতি জয়নুলের আগাম জামিন বহাল

নিজস্ব প্রতিবেদক

সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীনের আগাম জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। জামিন স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশনের করা আবেদনের শুনানি করে গতকাল বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আপিল বিভাগের সাবেক এই বিচারপতির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মইনুল হোসেন, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মুখে থাকা বিচারপতি মো. জয়নুল আবেদীনকে ১০ জুলাই ছয় সপ্তাহের আগাম জামিন দেয় হাই কোর্ট।

 

জানা গেছে, জয়নুল আবেদীন ১৯৯১ সালে হাই কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। পরে ২০০৯ সালে আপিল বিভাগের বিচারপতি হিসেবে তিনি অবসরে যান। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সন্দেহে ২০১০ সালের ১৮ জুলাই সম্পদের হিসাব চেয়ে তাকে  নোটিস দেয় দুদক। ওই নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি ২০১০ সালের ২৫ জুলাই হাই কোর্টে রিট আবেদন করেন। পরে শুনানি নিয়ে হাই কোর্ট বিষয়টি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে। জামিনের আবেদনে বলা হয়, ২০১০ সালের ২৫ অক্টোবর বিচারপতি জয়নুলকে দুদক আরও একটি নোটিস দেয়। ৩ নভেম্বর তিনি এ বিষয়ে তথ্য দেন। পরে গত জানুয়ারি মাসে দুদক তার কাছে ব্যাখ্যা চাইলে তিনি ব্যাখ্যা দেন। সম্প্রতি তার বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। তাতে বলা হয় বিচারপতি জয়নুলকে গ্রেফতার করা হতে পারে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর