সোমবার, ৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি পদে নয়জনের তালিকা চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে বাদ দিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদের জন্য নয়জনের তালিকা করা হয়েছে। এই নয়জনের মধ্যে থেকেই এমডি পদে নিয়োগ দেওয়া হবে। গতকাল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর এমডি পদে পদোন্নতি চূড়ান্ত সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ সচিব ইউনুসুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র জানায়, রাষ্ট্রায়ত্ত বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে বর্তমানে যারা উপ-ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন, তাদের মধ্য থেকে পদোন্নতি দিয়ে ব্যবস্থাপনা পরিচালকের শূন্য পদ পূরণের জন্য ১১ জনের একটি তালিকা করা হয়েছিল। এদের মধ্যে থেকে নয়জনের তালিকা চূড়ান্ত করা হয়েছে। বৈঠকে দুজনের নাম সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যে দুজনের নাম বাদ দেওয়া হয়েছে তারা হলেন অগ্রণী ব্যাংকের ডিএমডি মিজানুর রহমান খান দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জেলে ছিলেন। সেই কারণে তাকে সাময়িক বরখাস্তও করেছিল সরকার। অন্যজন জনতা ব্যাংকের ডিএমডি। অর্থ মন্ত্রণালয় বলছে, দেশের বিদ্যমান আইন অনুযায়ী, কারও নামে কোনো অভিযোগ উঠলে তিনি যে কোনো ধরনের পদোন্নতির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। তবে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হলে তিনি আবার পদোন্নতি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। যে দুজনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তারাও যদি নির্দোষ প্রমাণিত হন, তাহলে তারাও পদোন্নতির জন্য বিবেচিত হবেন।

গতকালের বৈঠকে যে নয়জনের নামের তালিকা করা হয়েছে তারা হচ্ছেন— পল্লী সঞ্চয় ব্যাংকের মুঈন উদ্দিন, অগ্রণী ব্যাংকের মোহাম্মদ ইসমাইল হোসেন, রফিকুল ইসলাম, মশিউর আলী ও আলী হোসেন প্রধানিয়া, সোনালী ব্যাংকের আমিন উদ্দিন আহমেদ ও তরিকুল ইসলাম চৌধুরী, কৃষি ব্যাংকের মাহতাব জামিন এবং জনতা ব্যাংকের মোহাম্মদ হেলাল উদ্দিন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর