সোমবার, ৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

এমপির এপিএসের হুমকির প্রতিবাদে রূপগঞ্জে কলম বিরতি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর এপিএস শেখ সাঈদ সাংবাদিকদের মেরে ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। হুমকির পর থেকে সাংবাদিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। হুমকির প্রতিবাদে জাতীয় ও স্থানীয় ৬৭ জন সাংবাদিক আধাবেলা কলম বিরতি পালন করেছেন। গতকাল সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত এ কলম বিরতি পালন করা হয়। কলম বিরতি শেষে প্রতিবাদ সভায় সাংবাদিকরা অভিযোগ করে বলেন, এমপির নাম ভাঙিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ভূমিদস্যুতা, জমি দখল, মাদক ব্যবসা নিয়ন্ত্রণসহ একের পর এক অপকর্ম করে যাচ্ছে এমপির এপিএস শেখ সাঈদ। এই এপিএসের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর ব্যাপারে তথ্য সংগ্রহ করতে গেলেই সাংবাদিকদের ওপর তিনি ক্ষিপ্ত হন। কয়েক দিন ধরেই নানাভাবে সাংবাদিকদের হুমকি-ধমকি দিয়ে আসছেন বহিরাগত এপিএস সাঈদ ও তার বাহিনীর লোকজন। গতকাল সকালে প্রকাশ্য দিবালোকে সাংবাদিকদের জবাই করে শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এর পর থেকে সাংবাদিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। কলম বিরতিতে অংশগ্রহণ করেন রূপগঞ্জ প্রেস ক্লাবের উপদেষ্টা আলম হোসেন, মনির হোসেন মনু, মাসুদ করিম, সভাপতি কলামিস্ট ও গবেষক মীর আবদুল আলীম (জনকণ্ঠ), সহ-সভাপতি মকবুল হোসেন (মাইটিভি), আবুল কালাম শাকিল (এনটিভি), এ হাই মিলন (যুগান্তর), এস এ সোহেল (রূপকণ্ঠ), সাধারণ সম্পাদক খলিল সিকদার (ইনকিলাব), জি এম সহিদ (সকালের খবর), শফিকুল আলম ভূঁইয়া (নয়া দিগন্ত), এস এম শাহাদাত (কালের কণ্ঠ), আনোয়ার হোসেন (জনতা), মনজুরুল কবির বাবু (করতোয়া), জিয়াউর রাশেদ (সমকাল), জাহাঙ্গীর আলম হানিফ (বাংলাদেশ প্রতিদিন), নজরুল ইসলাম (ভোরের কাগজ), গোলাম কাউসার দিলু (বর্তমান), নাজমুল হুদা (সংগ্রাম), মাসুম খান (ডেসটিনি), ফরহাদুল কবির (ভোরের পাতা), আরিফ হাসান আরব (আমাদের অর্থনীতি), নজরুল ইসলাম লিখন (আজকালের খবর), রাসেল আহাম্মেদ (জাগরণ), রাসেল মাহমুদ (ভোরের ডাক), মাহাবুব আলম প্রিয় (বণিক বার্তা), রাজ রাশেদ (বাংলাদেশ টুডে), এম এইচ বিজয় (জেটিভি), ইমদাদুল হক ভূঁইয়া দুলাল (অর্থনীতি প্রতিদিন), এস এম রুবেল মাহমুদ (নওরোজ), ফটোসাংবাদিক সুজন মিয়া, জিন্নাত হোসেন জনি, গোলাম মোস্তফা তুহিন, তুষার, জাহাঙ্গীর মাহমুদ, মীর সফিকুল ইসলাম, নিজাম উদ্দিন আহাম্মেদ, বিপ্লব হাসান, সাইফুল ইসলাম (বাংলানিউজ) প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর