সোমবার, ৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
তদন্ত কমিটি প্রধান

গাজী তারিক সালমনকে হেনস্তার কারণ প্রকাশ শিগগিরই

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের আদালতে বরগুনা সদরের সাবেক ইউএনও গাজী তারিক সালমনকে হেনেস্তার প্রকৃত কারণ খুব শিগগিরই প্রকাশ পাবে। এ ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল সার্কিট হাউসে সংশ্লিষ্টদের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য গ্রহণ শেষে স্থানীয় গণমাধ্যমকে এ কথা বলেন তদন্ত কমিটির প্রধান ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এম বজলুল করিম চৌধুরী।  তিনি বলেন, তারিক সালমনকে হেনস্তার ঘটনা তদন্তে গঠিত তদন্ত কমিটি ইতিমধ্যে ঢাকায় কয়েকজনের জবানবন্দি নিয়েছে। দ্বিতীয় পর্যায়ে তদন্ত কমিটি বরিশাল এসে সার্কিট হাউসে গাজী তারিক সালমনের বিরুদ্ধে মামলার বাদী জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত ধর্মবিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওবায়েদ উল্লাহ সাজু, আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোখলেছুর রহমান এবং মামলার আদেশের দিন আদালতে দায়িত্বরত ৬ পুলিশ সদস্যদের সাক্ষ্য গ্রহণ করেন। এই সাক্ষ্য বিশ্লেষণ করে আর কারও সাক্ষ্যের প্রয়োজন আছে কিনা তা কমিটি খতিয়ে দেখবে।  এছাড়াও বঙ্গবন্ধুর ছবি বিকৃত হয়েছে এমন অভিযোগে গাজী তারিক সালমনকে কেন তৎকালীন জেলা প্রশাসক কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন এবং কেন ইউএনও’র বিরুদ্ধে মামলা হয়েছিল তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এম বজলুল করিম চৌধুরী। তদন্ত কার্যক্রম শেষে খুব শিগগিরই সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে এ সংক্রান্ত প্রতিবেদন দেওয়ার কথা বলেন সরকারের এই শীর্ষ কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর