বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সংখ্যালঘুরা অস্থির সময় অতিবাহিত করছে

—ঐক্য পরিষদ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা দাবি করেছেন, সংখ্যালঘু সম্প্রদায় এখন অস্থির সময় অতিবাহিত করছে। গতকাল ডিআরইউ গোলটেবিল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে শঙ্কা ও হতাশা প্রকাশ করে এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত লিখিত বক্তব্যে বলেন, গত রবিবার রাজধানীর গুলশান থেকে বিশিষ্ট ব্যবসায়ী অনিরুদ্ধ রায়কে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে গেছে বিশেষ সংস্থার পরিচয় দেওয়া তিনজন লোক। গুলশান থানায় সাধারণ ডায়েরির (জিডি) পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান দিতে পারেনি। এই ঘটনায় অনিরুদ্ধ রায়ের পরিবার আতঙ্কগ্রস্ত। সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হিউবার্ড গোমেজ, সভাপতিমণ্ডলীর সদস্য নিমচন্দ্র ভৌমিক ও সুব্রত চৌধুরী উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর