বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
বিদ্যুতের দাম বৃদ্ধির পাঁয়তারা চলছে

রোহিঙ্গাদের আশ্রয় দাবিতে কাল বিএনপির মানববন্ধন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা মুসলিম নাগরিকদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার দাবিতে ঢাকাসহ সারা দেশে এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ মানববন্ধন হবে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

গতকাল সকালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দশম কারামুক্তি দিবস উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক অনুষ্ঠানে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন। রিজভী আহমেদ বলেন, ‘মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্মম সহিংসতায় হাজার হাজার রোহিঙ্গা আজ বাংলাদেশের নাফ নদের পাশে আশ্রয়ের জন্য দিনাতিপাত করছে। বিএনপির পক্ষ থেকে তাদের ওপর নির্যাতনের প্রতিবাদ, সেখান থেকে পালিয়ে আসা অসহায় রোহিঙ্গাদের আশ্রয় প্রদানের দাবিতে আগামীকাল শুক্রবার ঢাকাসহ সারা দেশে এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করছি। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ মানববন্ধন হবে। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হবে।’ নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিনের সভাপতিত্বে ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউদ্দিনের পরিচালনায় এ অনুষ্ঠানে আইনজীবী কামরুল ইসলাম সজলসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। পরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ বলেন, ‘সরকার নতুন করে বিদ্যুতের দাম বৃদ্ধির পাঁয়তারা করছে।

 বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও বাংলাদেশে এর দাম অতিশয় চড়া। এরপর আবারও বিদ্যুতের দাম বৃদ্ধির অপচেষ্টা করছে সরকার। বিদ্যুতের মূল্য বৃদ্ধির মূল কারণ হচ্ছে কুইক রেন্টালের বিদ্যুৎ। এটা হচ্ছে আমাদের অর্থনীতির জন্য অভিশাপ। এসব প্রকল্পের পেছনে জড়িত ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের আত্মীয়স্বজন। তাদের লুটপাটের আরও বেশি সুযোগ করে দিতেই বিদ্যুতের দাম বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে সরকার। বিদ্যুৎ-জ্বালানি এখন লুটের খাত।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার ভোটে নির্বাচিত না হওয়ায় জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ববোধ নেই। তারা একের পর এক জনবিরোধী কার্যকলাপ অব্যাহত রেখেছে। বর্তমানে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে। এখন বিদ্যুতের মূল্য বৃদ্ধি মেনে নেওয়া হবে না। বিএনপির পক্ষ থেকে এই মূল্য বৃদ্ধির উদ্যোগের তীব্র নিন্দা এবং অবিলম্বে জনবিরোধী এ উদ্যোগ থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর