বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

সু চির নোবেল ফিরিয়ে নেয়ার আহ্বান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গাদের ওপর চলমান অমানবিক নির্যাতন ও হত্যাযজ্ঞ বন্ধ না হলে অং সান সু চিকে দেওয়া নোবেল পুরস্কার কীভাবে ফিরিয়ে নেওয়া যায় সে বিষয়ে পদক্ষেপ নিতে জাতিসংঘ ও বিশ্ব নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গতকাল আইনজীবী সমিতি ভবনের শহীদ সফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা এ এম মাহবুব উদ্দীন খোকন, ওজিউল্লাহ, নিতাই রায় চৌধুরী, সানাউল্লাহ মিয়া, রফিকুল ইসলাম হিরু, ব্যারিস্টার শফিকুল ইসলাম, ব্যারিস্টার আমীরুল হক ও অ্যাডভোকেট তাহসীন আলী। রোহিঙ্গা ইস্যু সমাধানের জন্য বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা আরও বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে জয়নুল আবেদীন বলেন, মিয়ানমারের রাখাইনে সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয়দানে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানান। পাশাপাশি জীবন নিয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে দেশের সব নাগরিকের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মনে করে রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতন ‘ইউনিভার্সেল ডিকলারেশন অব হিউম্যান রাইটস এর সুস্পষ্ট লঙ্ঘন। সমিতির সম্পাদক মাহবুব উদ্দীন খোকন বলেন, রাখাইনে রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন হচ্ছে তা  মধ্যযুগীয় নির্যাতনের চেয়ে ভয়াবহ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর