সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রূপালী ব্যাংকের নিজস্ব ব্র্যান্ডের এটিএম বুথ চালু হলো

নিজস্ব প্রতিবেদক

প্রথমবারের মতো রূপালী ব্যাংকের নিজস্ব ব্র্যান্ডের এটিএম বুথ উদ্বোধন করা হলো। গতকাল রাজধানীর হাটখোলায় এ বুথ উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুর হোসেন এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আতাউর রহমান প্রধান। অনুষ্ঠানে ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধান বলেন, ব্যাংকের ৫৬৩টি শাখার গ্রাহকদের এটিএম সার্ভিসের আওতায় আনা হয়েছে। ATM ও POS নেটওয়ার্ক সম্প্রসারণের ধারাবাহিকতায় ব্যাংকের নিজস্ব ব্র্যান্ডের এটিএম বুথ উদ্বোধন করা হলো। গ্রাহকদের আধুনিক সেবা প্রদানের লক্ষ্যে ২০১৮ সালের মধ্যে সারা দেশে পর্যাপ্ত পরিমাণে নিজস্ব ব্র্যান্ডের ATM বুথ স্থাপন করা হবে। সব শাখা থেকে এটিএম কার্ড ইস্যু করা হবে এবং গ্রাহকরা সংশ্লিষ্ট শাখা থেকে এই কার্ড সংগ্রহ করতে পারবেন। এটি দিয়ে দেশের অভ্যন্তরে ব্যাংকের নিজস্ব বুথসহ সব ব্যাংকের বুথে লেনদেন করা যাবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসনে আলম, মো. মোরশেদ আলম খন্দকার, মহাব্যবস্থাপক মো. কাইসুল হক, বিষ্ণু চন্দ্র সাহা, মাঈন উদ্দিন, আলতাফ হোসেন প্রমুখ। উল্লেখ্য, ২০১০ সাল থেকে রূপালী ব্যাংক-ব্র্যাক ব্যাংক কো-ব্র্যান্ডেড এটিএম সেবা চালু ছিল।

সর্বশেষ খবর