শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

উদীচীর জাতীয় সাংস্কৃতিক সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক

‘দ্রোহে বিদ্রোহে বিপ্লবে, গড়ি বিশ্ব সপ্তসুরে’ স্লোগান নিয়ে শুরু হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর তিন দিনব্যাপী জাতীয় সাংস্কৃতিক সম্মেলন। গতকাল বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মেলনের উদ্বোধন করেন প্রবীণ কৃষকনেতা ও লোকশিল্পী আবুল হাশিম। এ সময় উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি সৈয়দ হাসান ইমাম, গোলাম মোহাম্মদ ইদু ও কামাল লোহানী। জাতীয় ও সংগঠনের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলন। এরপর শোভাযাত্রা বের হয়। তারপর শুরু হয় উদ্বোধনী সাংস্কৃতিক পরিবেশনা ‘জীবন খুঁজে পাবি’। তাতে মেহনতি মানুষের জীবনসংগ্রামের চিত্র তুলে ধরার পাশাপাশি স্থান পায় দেশে চলমান সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে জোরালো প্রতিবাদ। অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা পর্বে স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন। বক্তব্য দেন সংবিধানের অন্যতম প্রণেতা ব্যারিস্টার আমীর-উল ইসলাম, সংগঠনের সাবেক সভাপতি সৈয়দ হাসান ইমাম ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ সেলিম।

সর্বশেষ খবর