সোমবার, ১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

খালেদা জিয়া ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না : দুলু

পাবনা প্রতিনিধি

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, আন্দোলন ও নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে। বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তিনি গতকাল দুপুরে পাবনা শহরের দোয়েল কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির কর্মিসভায় এ কথা বলেন। তিনি আরও বলেন, অবৈধ সরকার মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে চাইছে। কিন্তু ১৬ কোটি মানুষ তা মেনে নেবে না। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। দুলু বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে।

 বিএনপি দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করবে। এ কারণে বর্তমান অগণতান্ত্রিক সরকার সুষ্ঠু নির্বাচনে ভয় পায়। জেলা বিএনপির সভাপতি কে এস মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতার পরিচালনায় কর্মিসভায় আরও বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ডা. জাহিদ হাসান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, আনোয়ারুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপি নেতা কৃষিবিদ হাসান জাফির তুহিন, কেন্দ্রীয় তাঁতী দলের সভাপতি হাজী ইউনুস আলী, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম সম্পাদক আনিসুল হক বাবু, নূর মোহাম্মদ মাসুম বগা, ড্যাব পাবনা শাখার সাধারণ সম্পাদক আহমেদ মোস্তফা নোমান প্রমুখ।

সর্বশেষ খবর