মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
সুপ্রিম কোর্টের সায়

সিনহা আমলের এক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু

আরাফাত মুন্না

দুর্নীতিসহ ১১ অভিযোগ মাথায় নিয়ে প্রধান বিচারপতির পদ থেকে এস কে সিনহার পদত্যাগের পর এবার তার প্রশাসনের এক কর্মকর্তা বিভাগীয় তদন্তের মুখোমুখি হচ্ছেন। এস কে সিনহার সময়কার অতিরিক্ত রেজিস্ট্রার (অতিরিক্ত জেলা জজ) সাব্বির ফয়েজের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের বিষয়ে সুপ্রিম কোর্টের অনুমোদন চেয়েছিল আইন মন্ত্রণালয়। রবিবার সেই আবেদনে সায় দিয়ে সুপ্রিম কোর্ট আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, সাব্বির ফয়েজ বর্তমানে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে রয়েছেন। এস কে সিনহার পদত্যাগের কয়েক দিন পরই সাব্বির ফয়েজসহ সিনহা প্রশাসনের ১০ কর্মকর্তাকে বদলি করা হয়। সূত্র জানায়, এস কে সিনহা আইনজীবী থাকাকালে সাব্বির ফয়েজ তার জুনিয়র হিসেবে কাজ করতেন। সাব্বির ফয়েজের আগে বিচারপতি সিনহার সময় সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার (জেলা জজ) ছিলেন হোসনে আরা আকতার; তার বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আইন মন্ত্রণালয় সূত্র জানায়, সুপ্রিম কোর্টে দায়িত্ব পালনকালে সাব্বির ফয়েজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ-বাণিজ্য, পদোন্নতিতে ঘুষ নেওয়া এবং বিভিন্ন জেলায় মামলার তদবির করে অবৈধভাবে সম্পদ অর্জন করার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের তদন্ত দুদক এরই মধ্যে শুরু করেছে। দুদকের তদন্তের পরিপ্রেক্ষিতে আইন মন্ত্রণালয়ও সুপ্রিম কোর্টের সাবেক এই কর্মকর্তার বিষয়ে বিভাগীয় তদন্ত করার অনুমতি চেয়ে ৬ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে চিঠি দেয় (স্মারক নম্বর- ১০.০০.০০০.১২৭.২৭.০০১.১৮-৭৮)। এর জবাবে রবিবার এ আবেদনে সায় দিয়ে আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট (স্মারক নম্বর- ১জে/৩কল/২০১৮-১২১০)। চিঠিতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, অত্র কোর্টের সাবেক অতিরিক্ত রেজিস্ট্রার (অতিরিক্ত জেলা জজ) বর্তমানে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব মো. সাব্বির ফয়েজ এর বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য, পদোন্নতিতে ঘুষ গ্রহণসহ বিভিন্ন জেলায় বহু মামলার তদবির করে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের তদন্ত চলমান থাকায় তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চালুকরণ-সংক্রান্ত সরকারের প্রস্তাবের সাথে অত্র কোর্ট একমত পোষণ করেছে।’

সর্বশেষ খবর