বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিএনপির অরাজকতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা সতর্ক : ক্যাপ্টেন তাজ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির অরাজকতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা সতর্ক : ক্যাপ্টেন তাজ

মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে গতকাল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম বলেছেন, দুর্নীতির দায়ে খালেদা জিয়ার সাজা হওয়ায় বিএনপি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে যাতে না পারে সে ব্যাপারে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা সতর্ক রয়েছেন। তারা প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন এবং থাকবেন। মুক্তিযোদ্ধা সংসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গতকাল রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ঢাকা মহানগর কমান্ডার আমির হোসেন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, মুক্তিযোদ্ধা সমন্বয়ক কমিটির চেয়ারম্যান হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান মো. আবদুল হাই ও মমিনুল হক, মহাসচিব শরীফ উদ্দিন ও আনোয়ার হোসেন পাহাড়ী বীর প্রতীক, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক রহমত উল্লাহ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মাহমুদ পারভেজ জুয়েল, আবদুল লতিফ ও নাজির আহমেদ চৌধুরী মাকসুদ, তেজগাঁর সাবেক কমান্ডার আবুল খায়ের, কমান্ডার বাশার ও খান সাহেব, আমরা মুক্তিযোদ্ধা সন্তানের সভাপতি হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মনির হোসেন মোল্লা প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর