বুধবার, ৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

রথীশের খোঁজে বাড়ির পাশে ডোবায় অভিযান

নিজস্ব প্রতিবেদক, রংপুর

জাপানের নাগরিক হোশি কোনিও ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রথীশচন্দ্র ভৌমিক বাবুসোনা নিখোঁজের ঘটনায় তাজহাট উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল ইসলাম ও মতিয়ার রহমানকে গ্রেফতার করা হয়। রথীশচন্দ্র ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং তার স্ত্রী দীপা ভৌমিক ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গ্রেফতার দুই শিক্ষকের একজনের সঙ্গে রথীশের স্ত্রীর পরকীয়া রয়েছে বলে পুলিশ তদন্তে নিশ্চিত হয়েছে। যে কারণে ওই দুই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। এনিয়ে এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হলো।  এদিকে রথীশের বাড়ির পাশের একটি গর্তে তল্লাশি চালানোর সময় রক্তমাখা সাদা রঙের একটি শার্ট পাওয়া গেছে। রথীশের ছোট ভাই সাংবাদিক সুশান্ত ভৌমিক সুবল জানান, গোয়ালঘরের পাশের ডোবায় বিকাল সাড়ে ৫টায় একটি রক্তমাখা শার্ট পাওয়া যায়। সেটি ভাইয়ের কিনা এখনো নিশ্চিত নয়।

 অপরদিকে রথীশের সন্ধান দাবিতে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ গতকাল সকাল ৯টা থেকে সাত ঘণ্টা রংপুর প্রেস ক্লাবের সামনে নগরীর প্রধান সড়ক বন্ধ করে গণঅনশন কর্মসূচি পালন করে। ৬ এপ্রিলের মধ্যে রথীশ উদ্ধার না হলে সাত এপ্রিল দিনব্যাপী মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে। এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি। জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, যুবলীগ, জাসদ, বাসদসহ বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠন, সাংস্কৃতিক সংগঠন সংহতি জানিয়ে গণঅনশনে অংশ নেয়। পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, রক্তমাখা শার্টটি রথীশচন্দ্রের কিনা সেটা যাচাই করা হচ্ছে। এ ছাড়া দুই স্কুলশিক্ষকসহ ছয়জনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সে অনুযায়ী আমরা কাজ করছি।

সর্বশেষ খবর