বুধবার, ৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ভারত-বাংলাদেশ কন্টেইনার ট্রেন সার্ভিস চালু

দীপক দেবনাথ, কলকাতা

কলকাতা-ঢাকা বাস ও ট্রেন সার্ভিসের পর এবার চালু হল কন্টেইনার ট্রেন সার্ভিস। গতকাল পরীক্ষামূলকভাবে প্রথম কন্টেইনার ট্রেনটি চালু হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে। ৬০টি কন্টেইনারের ট্রেনটিতে ছিল প্রায় কয়েক শ’ টন খাদ্য শস্য ও পশু খাদ্য। গতকাল সকাল ৯টায় কলকাতার মাঝেরহাটে কন্টেইনার কর্পোরেশন অব ইন্ডিয়া’র কন্টেইনার টার্মিনাল থেকে ঢাকার উদ্যেশ্যে ট্রেনটি যাত্রা শুরু করে। পতাকা নাড়িয়ে কন্টেইনার ট্রেনের আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার হরিন্দ্র রাও, কন্টেইনার কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (কনকর)-এর এমডি কল্যাণ রামা, কনকরের সিনিয়র কর্মকর্তা মানসী ব্যানার্জি। এসময় পূর্ব রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা আর এন মহাপাত্রসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কলকাতা থেকে যাত্রা শুরু করে ভারতের অংশে শিয়ালদহ-নৈহাটি-রানাঘাট-গেদে হয়ে বাংলাদেশের ঢাকায় পৌঁছবে। ভারতীয় রেল সূত্রের খবর, কলকাতা থেকে চট্টগ্রাম সমুদ্রপথে সরাসরি কোনো জাহাজ যোগাযোগ নেই। কলকাতা থেকে শিপমেন্ট হওয়া পণ্য চট্টগ্রামে পৌঁছতে প্রায় ৩ সপ্তাহের বেশি সময় লেগে যায়। কিন্তু কন্টেইনার ট্রেন সার্ভিস নিয়মিত চালু হলে কলকাতা থেকে ঢাকা পৌঁছতে সময় লাগবে ১২ ঘণ্টা। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার হরিন্দ্র রাও জানান, এই প্রথম দুদেশের মধ্যে কন্টেইনার ট্রেন চালু হল। পরীক্ষামূলকভাবে এটিকে চালু করা হল, এরপর বাংলাদেশের সবুজ সঙ্কেত পেলে নিয়মিতভাবে চালু করা হবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা রবি মহাপাত্র জানান, এবার পরীক্ষামূলকভাবে কন্টেইনার ট্রেন চালু করা হল। এতে দুদেশ আর্থিকভাবেও উপকৃত হবে বলে তিনি জানান।

সর্বশেষ খবর