বুধবার, ৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
আন্তর্জাতিক সম্মেলনের ঢাকা ঘোষণা

রাখাইনে জাতিগত নিধনের উদ্দেশ্যে গণহত্যা হয়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

রোহিঙ্গাদের ওপর চালানো নিপীড়নকে গণহত্যা, গণসহিংসতা, মানবতাবিরোধী অপরাধ এবং জাতিগত নিধনের ঘটনা হিসেবে চিহ্নিত করেছেন বাংলাদেশসহ সাত দেশের প্রতিনিধিরা। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘রোহিঙ্গা শরণার্থী সংকট : টেকসই সমাধানের লক্ষ্যে’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে ‘ঢাকা ঘোষণা’য় এ কথা বলা হয়েছে। দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনের যৌথভাবে আয়োজন করে অ্যাকশন এইড-বাংলাদেশ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ। বাংলাদেশের সরকারি কর্মকর্তা, সাবেক ও বর্তমান কূটনীতিক, গবেষক ও সাত দেশের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ ‘ঢাকা ঘোষণা’ উপস্থাপন করে বলেন, খুব দ্রুত বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সম্মানজনকভাবে, সর্বজনস্বীকৃত ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে যারা এ ঘটনার জন্য দায়ী তাদের বিচারের আওতায় এনে রোহিঙ্গাদের পর্যাপ্ত মানবিক এবং অন্যান্য সহায়তা প্রদান করতে হবে। ঢাকা ঘোষণায় ১৬টি প্রস্তাব অন্তর্ভুক্ত করে দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও গণমাধ্যমের সামনে তুলে ধরা হয়। এ ঘোষণার বাস্তবায়নে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইডেন ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞরা সংহতি জানিয়েছেন। ঘোষণাপত্রটি বাংলাদেশ সরকার, মিয়ানমার সরকার, বিভিন্ন দেশের সরকার, জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠান, বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনসহ গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে পাঠানো হবে; যাতে দ্রুত রোহিঙ্গা সমস্যার সমাধান হয়।

সর্বশেষ খবর