বুধবার, ৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

শাহবাগের বেতার ভবন এখন বিএসএমএমইউর

নিজস্ব প্রতিবেদক

শাহবাগে বাংলাদেশ বেতার ভবনের চাবি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) হস্তান্তর করা হয়েছে। গতকাল বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কনককান্তি বড়ুয়ার কাছে চাবি হস্তান্তর করেন বেতারের মহাপরিচালক নারায়ণচন্দ্র শীল। অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশ বেতার একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান।

 চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহবাগের বাংলাদেশ বেতার ভবন ও স্থাপনাসমূহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন এবং সে সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যেই বেতার ভবন হস্তান্তর করা হলো। বিএসএমএমইউর উপাচার্য বলেন, এই বেতার ভবন সংশ্লিষ্ট সব ঐতিহাসিক বিষয় নিয়ে একটি জাদুঘর করার মাধ্যমে সংরক্ষণ করা হবে।

সর্বশেষ খবর