মঙ্গলবার, ১ মে, ২০১৮ ০০:০০ টা
টাকার অভাব

হাত হারানো সুমির বাবা হাসপাতালে যেতে পারছেন না

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

যমুনায় কপাল ভাঙল। সেই যে ভাঙল তারপর আর উঠে দাঁড়াতে পারেনি বগুড়ায় ট্রাকের ধাক্কায় হাত হারানো শিশু সুমির পিতা দুলাল খাঁ। মানুষের কাছে হাত পেতে তার সংসার চলে। সুমির চাচারা টাকা দিলে মেয়েকে হাসপাতালে দেখতে যেতে পারেন। টাকা না থাকলে দেখতে যেতে পারেন না। দুলাল খাঁ জানান, বর্তমানে তার সংসার চলছে চেয়ে-চিন্তে। কোনো দিন দুই বেলা খেয়ে, আবার অনেক দিন উপোস থাকতে হচ্ছে। খাবারের অভাবে শরীর প্রায় শেষ। কিন্তু কেউ তাদের খোঁজখবর নেয় না। তিনি বলেন, ‘স্ত্রী মরিয়ম মেয়েকে নিয়ে হাসপাতালে রয়েছে। টাকার অভাবে মেয়েকে দেখতে যেতে পারি না। শেরপুর থেকে বগুড়া মেডিকেলে যাতায়াত করতে খরচ হয় তার প্রায় ১০০ টাকা। সে টাকাও আমার কাছে নেই।’ উল্লেখ্য, বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় হাত হারানো শিশু সুমির চিকিৎসা চলছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। সপ্তাহখানেক পর অস্ত্রোপচার করা হবে শিশুটির। তার চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখছেন বগুড়ার জেলা প্রশাসক। এমনকি শিশুটির হাতে কৃত্রিম হাত প্রতিস্থাপন করার উদ্যোগও নিয়েছেন তিনি। এ জন্য আর্থিক সহায়তাও চেয়েছেন জেলা প্রশাসক (ডিসি) নূরে আলম সিদ্দিকী। তিনি তার ফেসবুক ওয়ালে মিডল্যান্ড ব্যাংকের ০০২০-১০৫০০০০৮১৩ এই হিসাব নম্বরে সাহায্য পাঠানোর অনুরোধ জানিয়েছেন। এটি জেলা প্রশাসনের ত্রাণ তহবিলের হিসাব নম্বর। শিশুটির চরম বিপদে জেলা প্রশাসক, পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া, শজিমেকের চিকিৎসক, স্থানীয় সংসদ সদস্য ও জেলা যুবলীগ নেতারা পাশে দাঁড়িয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর