বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮ ০০:০০ টা
আজ ভোট

যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসে ভোটযুদ্ধে সিলেটের ৬ প্রার্থী

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

যুক্তরাজ্যে বাঙালি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত টাওয়ার হ্যামলেটস। ‘বাঙালিপাড়া’ হিসেবেও রয়েছে ওই এলাকার খ্যাতি। তাই নির্বাচন আসলেই নড়েচড়ে বসেন বাঙালিরা। ভোটারদের মধ্যে যেমন সাড়া পড়ে, তেমনি মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অনেক বাঙালি। আজ টাওয়ার হ্যামলেটসের নির্বাচন। এ নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সিলেটের ৬ প্রার্থী। সিলেট অঞ্চলের প্রার্থীরা হলেন— মেয়র পদপ্রার্থী অহিদ আহমদ ও ড. আনোয়ারা আলী। কাউন্সিলর প্রার্থীরা হলেন— মমিনা বেগম, মাহবুব আলম, সৈয়দা নাসিমা কুইন ও সাদিকুর রহমান বাবলু। টাওয়ার হ্যামলেটস বারা (জেলা সদৃশ্য এলাকা) কাউন্সিল নির্বাচনে ৭ মেয়র প্রার্থীর মধ্যে ৩ জন হচ্ছেন বাঙালি। এর মধ্যে সিলেটের রয়েছেন দুইজন। তন্মধ্যে মেয়র প্রার্থী অহিদ আহমদের গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুরে। তিনি টাওয়ার হ্যামলেটসে অ্যাস্পায়ার পার্টি থেকে মেয়র পদে নির্বাচন করছেন। এ ছাড়া অপর মেয়র প্রার্থী ড. আনোয়ারা আলীর বাড়িও একই উপজেলায়। তার গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুরে। ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি থেকে মেয়র পদে টাওয়ার হ্যামলেটসে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।  কাউন্সিলর পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে মমিনা বেগমের বাড়ি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গণিপুরে। মমিনা বেগম টাওয়ার হ্যামলেটসের এস টি ডানসটানের ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন। তিনি ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের পক্ষ থেকে নির্বাচন করছেন। কাউন্সিলর প্রার্থী মাহবুব আলমের গ্রামের বাড়িও ছাতকে। তিনি ওই উপজেলার বরাতুকা গ্রামের সন্তান। মাহবুব আলম ২০১৪ সালে এ টি ডানসটানের কাউন্সিলর পদে বিজয়ী হন। এবারও তিনি আছেন নির্বাচনী দৌড়ে। কাউন্সিলর সৈয়দা নাসিম কুইন সিলেট নগরীর দরগা মহল্লার রাজারগলির বাসিন্দা ছিলেন। টাওয়ার হ্যামলেটসের হোয়াইট চ্যাপেল ওয়ার্ডে অ্যাস্পায়ার পার্টি থেকে কাউন্সিলর পদে নির্বাচন করছেন সৈয়দা নাসিম।

 সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের জহিরপুর (নুরপুর) গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানের ছেলে সাদিকুর রহমান বাবলু। যুক্তরাজ্যে বাস করা বাবলু টাওয়ার হ্যামলেটসের আইসল্যান্ড গার্ডেনস ওয়ার্ডে নির্বাচন করছেন। অ্যাস্পায়ার পার্টি থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর